LY1Y2K

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গায় ছানি অপারেশনে ২০ জনের চোখ হারানোর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আজ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
বেলা ৩টার দিকে তারা চুয়াডাঙ্গায় পৌঁছান। ৫ সদস্যের এই কমিটি ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতাল পরিদর্শন এবং রোগীদের সাথে কথা বলবেন।

জেলা সিভিল সার্জন জানান, মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মিজানুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটিতে আছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটউটের অধ্যাপক সাইফুল্লাহ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বিন শহিদ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শরিফুল হক সিদ্দিকী তদন্ত কমিটির সদস্য সচিব হিসাবে কাজ করবেন। গত ৫ মার্চ চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতালে ২৪ জন রোগীর ছানি অপারেশন করা হয়। এদের মধ্যে ২০ জনের চোখে সংক্রমন দেখা দিলে তাদের ঢাকায় এনে একটি করে চোখ তুলে ফেলতে হয়।