LY1Y2K

কাভানির সঙ্গে বিবাদের কথা স্বীকার করলেন নেইমার

স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমের শুরুতে পেনাল্টি কিক নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিলেন নেইমার ও এদিনসন কাভানি। বিতর্কিত ওই ঘটনার পাঁচ মাস পর প্যারিস সেন্ত জার্মেই সতীর্থের সঙ্গে বিবাদের কথা এবার স্বীকার করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

neymar

অলিম্পিক লিওঁর বিপক্ষে লিগ ওয়ান ম্যাচে পেনাল্টি পায় পিএসজি। প্যারিসের ক্লাবটিতে মাত্রই যোগ দেওয়া নেইমার নিতে চাইলেন স্পট কিকটি। কিন্তু এতদিন দায়িত্বটি পালন করে আসা কাভানি বল ছাড়তে রাজি হলেন না। মাঠের ভেতরেই চোখে পড়ে উরুগুইয়ান স্ট্রাইকারের আচরণে অসন্তুষ্ট নেইমারের মুখ। এ নিয়ে তখন ব্যাপক আলোচনাও হয়েছিল বিশ্ব মিডিয়ায়। ওই ঘটনার প্রায় পাঁচ মাস পর আসল বিষয়টি সামনে এনেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন নেইমার। অ্যাঙ্কেলে চোট পেয়ে ছুরি-কাচিঁর নিচে যাওয়া এই ফরোয়ার্ড ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘টিভি গ্লোবো’কে বলেছেন, ‘আসলে যা ঘটেছিল, তার চেয়ে বেশি কথা বলেছে মানুষজন। যদিও এটা সত্যি কাভানির সঙ্গে বাদানুবাদ হয়েছিল আমার। তবে ব্যাপারটা আমরা দ্রুতই মীমাংসা করে নিয়েছিলাম।’

আর তাতে যে অন্য কারও হস্তক্ষেপ ছিল না, সেটাও নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান তারকা, ‘ওই ঘটনার তিন দিন পর আমরা বসেছিলাম এবং বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। আর বিষয়টি আমরা ঠিক করে নিয়েছিলাম নিজেরাই, অন্য কারও হস্তক্ষেপ ছিল না তাতে।’

তাহলে মিডিয়ায় যে এত আলোচনা হলো? নেইমার সেটাও পরিষ্কার করেছেন, যেখানে দোষটা মিডিয়ার ঘাড়েই চাপিয়েছেন তিনি, ‘প্রতিবেদনগুলোতে আসলে বাড়িয়ে লেখা হয়েছিল, যাতে বিক্রি বেশি হয়। তাদের আসলে ওভাবে উপস্থাপন করা উচিত হয়নি, কারণ এটা আপনার মনোযোগে আঘাত করে।’

অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠার কাজ করছেন এখন নেইমার। চলতি মৌসুমে তার মাঠের ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।