top 2

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৬

By ওয়ান নিউজ বিডি

May 11, 2018

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজির মধ্যে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

তারাকান্দা থানার ওসি মাজহারুল হক জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহন বিপরীত দিক থেকে আসা ফুলপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশা চালকসহ ৬ জন নিহত ও একজন আহত হয়।

দুর্ঘটনায় আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।