top 2

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দুই মেয়েসহ বাবার মৃত্যু

By ওয়ান নিউজ বিডি

June 18, 2018

নরসিংদী: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় বাবা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেল সেতুতে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নরসিংদী পৌর শহরের বিলাসদি এলাকার বাসিন্দা হাফিজুল ইসলাম (৪৫), তাঁর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তারিন (১৪) ও শিশু মেয়ে তুলি (২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে সোমবার বিকেলে পরিবার-পরিজন নিয়ে আমিরগঞ্জ রেল সেতু এলাকায় বেড়াতে যান হাফিজুল ইসলাম। এ সময় তারা ট্রেন চলাচলকারী সেতুর ওপর চলে যান। সেখানে মোবাইলে সেলফি তোলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেছন থেকে নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এতে বাবা ও দুই মেয়ে নিচে পড়ে গিয়ে মারা যায়।

রেল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, ‘আমাদের ধারণা তারা রেল সেতুতে ঘোরাঘুরি করছিল। ট্রেন চলে এলে তারা আর সেতু থেকে বের হতে পারেনি। তাই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’