top3

অবশেষে জাপার সমর্থন পেলেন কামরান

By ওয়ান নিউজ বিডি

July 28, 2018

সিলেট: প্রচারণার শেষ দিনে এসে আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে মাঠে নেমেছে জাতীয় পার্টি। শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর তালতলাস্থ একটি হোটেলের বলরুমে সংবাদ সম্মেলন করে এ সমর্থন জানায় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।

সংবাদ সম্মেলনে বলা হয়, চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে জাতীয় পার্টি সিলেট সিটি করোপরেশ নির্বাচনে মহাজোটের শরিক আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে সমর্থন দিচ্ছে।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দলীয় নেতাকর্মীদের কামরানের পক্ষে সরাসরি অংশ নেয়ার আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহ্বায়ক এটিইউ তাজ রহমান। স্বাগত বক্তব্য দেন এহিয়া চৌধুরী এহিয়া এমপি।

এছাড়া সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

আগামী সোমবার সিলেট ছাড়াও বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।