top3

তীব্র ভূমিকম্পের মধ্যেও নামাজ ছাড়েননি ইমাম, ভাইরাল (ভিডিও)

By ওয়ান নিউজ বিডি

August 06, 2018

ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে রবিবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮২ জন নিহত ও কয়েকশ মানুষ আহত হয়েছেন। এদিকে এ ভূমিকম্পের সময়কার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, মসজিদের একজন ইমাম নামাজ পড়াচ্ছেন। এসময় তীব্র মাত্রার ভূকম্পন শুরু হলে পেছন থেকে কয়েকজন মুসল্লি দৌড়ে পালিয়ে যান। কিন্তু ইমাম তার নামাজ চলমান রাখেন। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেয়ালে হাত দেন কিন্তু তারপরও শেষ পর্যন্ত নামাজ চলমান রাখেন ইমাম।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় রিখটার স্কেলের ৭ মাত্রার এ ভূমিকম্পে হাজার হাজার ভবন ভেঙে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ যোগাযোগ।