top3

২দিন পর মসজিদের ধ্বংসস্তূপ থেকে মুসল্লিকে জীবিত উদ্ধার

By ওয়ান নিউজ বিডি

August 07, 2018

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের দুইদিন পর আজ মঙ্গলবার লোম্বকের একটি মসজিদের ধ্বংসস্তুপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই মসজিদটি লোম্বকের উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধারকারী সংস্থা এ কথা জানিয়েছে।

রবিবার ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনায় এ পর্যন্ত ৯৮ জন নিহতের খবর পাওয়া গেছে।

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানান, রবিবার ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর মসজিদটি ধ্বংসস্তুপে পরিণত হয়। সে সময় ৫০ জন মুসল্লি সেখানে নামাজ পড়ছিলেন।

এদিকে ভূমিকম্পের পর বিমানবন্দর বন্ধ থাকায় কয়েকশ’ পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে।