top3

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

By ওয়ান নিউজ বিডি

August 14, 2018

আগামী ২২ আগস্ট বুধবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, আগামী ১৯ আগস্ট সব প্রস্তুতি সম্পন্ন করে ২০ আগস্ট জাতীয় ঈদগাহের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

প্রতি বছরের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ সব ভিআইপির জন্য থাকছে বসার পৃথক স্থান।

এ ছাড়া হালকা বৃষ্টিসহ অন্যান্য প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় রয়েছে সার্বিক প্রস্তুতি। তা ছাড়া বজ্রপাত প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান মেয়র সাঈদ খোকন।