top 2

১১ সিটিতে কোরবানির নির্ধারিত স্থান ২৯৫৪

By ওয়ান নিউজ বিডি

August 16, 2018

পবিত্র ঈদুল আজহায় দেশের ১১ সিটি কর্পোরেশনে পশু কোরবানির জন্য দুই হাজার ৯৫৪ স্থান নির্ধারণ করা হয়েছে। আজ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে ঈদুল আজহার সময় নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনগুলোর কর্মপরিকল্পনা ও প্রস্তুতি পর্যালোচনা সভায় তিনি এ তথ্য জানান।

সভায় জানানো হয়, এসব স্থানে সাত লাখ ৬৭ হাজার ৯৩৭ পশু কোরবানি হতে পারে। এ ছাড়া এবার সিটি কর্পোরেশনগুলোতে গরুর হাটের সংখ্যা ৯৪ টি। আগামী ২২ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। এজন্য কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে।