slide

বিয়ে কবে করছেন? উত্তরে যা বললেন সালমান খান

By ওয়ান নিউজ বিডি

September 06, 2018

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর বলে খ্যাত অভিনেতা সালমান খান ফের একই প্রশ্নের মুখোমুখি হলেন। প্রশ্নটি হলো- বিয়ে কবে করছেন? নাকি অবিবাহিতই থেকে যাবেন?

মঙ্গলবার ভারতের গোয়ায় বিগ বস ১২ এর উদ্বোধন অনুষ্ঠানে এ প্রশ্ন করেন সালমানের ভক্তরা। উত্তরে সালমান খান প্রশ্নটি কখনও তার পিছু ছাড়বে না মন্তব্য করে হেসে ফেলেন।

আর কিছুটা মজার ছলে বলিউড ভাইজান উত্তর দেন, এই প্রশ্নটা আমায় যারা দীর্ঘ বছর ধরে করে আসছেন তাদের প্রায় সকলেই বিয়ে করে নিজের জীবন বরবাদ করে ফেলেছেন। সালমানের এমন উত্তরে উপস্থিত সকলেই হাসিতে ফেটে পড়েন।

প্রতি বছরের ন্যায় এ বছরেও ভারতের টিভি পর্দায় ফিরছে জনপ্রিয় ও বিতর্কিত টিভি শো বিগ বস। ১৬ সেপ্টেম্বর থেকে ভারতীয় টিভি চ্যানেলে দেখা যাবে এই শোটি। এর সঞ্চালক ভূমিকায় থাকছেন সালমান খান। সেই শো এর উদ্বোধন অনুষ্ঠানে সালমান খানকে এ প্রশ্ন করা হয়।