top3

কোন দেশে যেতে কত খরচ নির্ধারণ করেছে সরকার

By zia

September 10, 2018

ডেস্ক রিপোর্ট : বিশ্বের ১৬টি দেশে কাজ করার জন্য যেতে কত টাকা করে খরচ হবে তা নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে সোমবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম এ-সংক্রান্ত তথ্য তুলে ধরেন। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অভিবাসনে সিঙ্গাপুরে (প্রশিক্ষণসহ) দুই লাখ ৬২ হাজার ২৭০ টাকা, সৌদি আরবে একলাখ ৬৫ হাজার টাকা, মালয়েশিয়ায় একলাখ ৬০ হাজার টাকা, লিবিয়ায় একলাখ ৪৫ হাজার ৭৮০ টাকা, বাহরাইনে ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাতে একলাখ সাত হাজার ৭৮০ টাকা, কুয়েতে একলাখ ছয় হাজার ৭৮০ টাকা, ওমানে একলাখ ৭৮০ টাকা, ইরাকে একলাখ ২৯ হাজার ৫৪০ টাকা, কাতারে একলাখ ৭৮০ টাকা, জর্ডানে একলাখ দুই হাজার ৭৮০ টাকা, মিশরে একলাখ ২০ হাজার ৭৮০ টাকা, রাশিয়ায় একলাখ ৬৬ হাজার ৬৪০ টাকা, মালদ্বীপে একলাখ ১৫ হাজার ৭৮০ টাকা, ব্রুনাইয়ে একলাখ ২০ হাজার ৭৮০ টাকা ও লেবাননে একলাখ ১৭ হাজার ৭৮০ টাকা ব্যয় হবে। নজরুল ইসলাম বাবুর প্রশ্নর জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, “সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সারাদেশে নিবন্ধন করা হয়েছে। তাদের মধ্যে থেকে ৯ হাজার ৯৩৩ জনকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। পরে ২০১৬ সালে অধিক হারে কর্মী পাঠাতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করে ‘জিটুজি প্লাস’ সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় এখন পর্যন্ত দুই লাখ ২৫ হাজার ৬০৬ জন কর্মী পাঠানো হয়েছে।” গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। এ অর্থবছরে জুলাই ও আগস্ট মাসে সৌদি আরবে ২৭ হাজার ৮১১ জন এবং মালয়েশিয়ায় ৩৪ হাজার ৮৮১ জন কর্মী পাঠানো হয়েছে।’ আলী আজমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, ‘২০১৭ সালে সৌদি আরবে মোট পাঁচ লাখ ৫১ হাজার ৩০৮ জন কর্মী পাঠানো হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট একলাখ ৭২ হাজার ৩৭৯ জনকে পাঠানো হয়েছে।’ নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে এককোটি ১৯ লাখ ৬৬ হাজার ২০৬ জন কর্মী কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন।